পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ অনুযায়ী, পেনশনার/পারিবারিক পেনশনআর মৃত্যুবরণ করলে/নিয়মিত পেনশন উত্তোলন না করলে, সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকাকে অবহিত করবে বলে নির্দেশনা রয়েছে। সরকারি অর্থের অপব্যয় রোধে নির্দেশনাটি সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। পেনশনভোগী বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে, নিয়মিত পেনশন উত্তোলন করবেন এবং কোন পেনশনার মৃত্যুবরণ করলে, পেনশনারের নিকটাত্মীয় যেন তথ্যটি এই কার্যালয়ের ওয়েবসাইট ( www.cafo.gov.bd এর “পেনশনারের মৃত্যু তথ্য প্রদান” মডিউল এর মাধ্যমে) বা অন্যকোন মাধ্যমে দ্রুত হিসাবরক্ষণ অফিসে জানান সেই মর্মে অনুরোধ করা হল। এতে করে পেনশনারের মৃত্যু পরবর্তী তার পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্তিতে অনাকাঙ্ক্ষিত জটিলতা পরিহার করা সম্ভব হবে।
Phone:
+8802-41030290
+8802-41030296
Hishab Bhaban (3rd Floor) Segunbagicha, Dhaka-1000
Open (09:00 AM to 05:00 PM)